
Sheershakagoj24.com
প্রকাশ : ০৯ আগস্ট, ২০১৮ ০৭:১৮ অপরাহ্নশীর্ষ নিউজ, ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে ‘গুজব ছড়ানো’ ৭০০ ফেসবুক আইডি শনাক্ত করেছে ছাত্রলীগ।
আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এ বিষয়ে বলেন, ‘শনাক্ত হওয়া এসব আইডি যারা চালায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছি।’
বৃহস্পতিবার (৯ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সন্ত্রাস বিরোধী’ সমাবেশ থেকে তিনি এ কথা বলেন। অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগ এ সমাবেশের আয়োজন করে। এতে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বানানোর অপচেষ্টা যারা চালিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, ‘আমরা এই অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এখানে এসেছি।’
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চোধুরী ও গণফোরাম নেতা ড. কামাল হোসেনের প্রত্যক্ষ মদদে কোটা আন্দোলনের মতো নিরাপদ সড়ক আন্দোলনকে বিএনপি ব্যবহারের চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক।
শীর্ষ নিউজ/এন