
Sheershakagoj24.com
প্রকাশ : ৩০ নভেম্বর, ২০১৮ ০৭:১৫ অপরাহ্নশীর্ষনিউজ, ঢাকা: সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়ার খোঁজ মেলেনি। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার থেকে ডিবি পরিচয়ে তাকে তুলে নেয়ার পর এখনো নিখোঁজ রয়েছেন এই আইনজীবি।
তবে পরিবার দাবি করছে, যোবায়েরকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
অন্যদিকে, আটকের বিষয়টি স্বীকার করছে না ডিবি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার থেকে ডিবি পরিচয়ে তাকে তুলে নেয়া হয় বলে অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা।
এসময় যোবায়েরের সঙ্গে থাকা বশির নামে একজন রিয়েল এস্টেট কোম্পানির ব্যক্তিকেও ধরে নিয়ে যায়।
আটকের সময় এক ব্যক্তি নিজেকে ডিবির এসি শাহাদাত হোসেন বলে পরিচয় দেন।
এদিকে একদিন পার হলেও ব্যারিস্টার যোবায়েরের সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা।
আটকের সংবাদ পেয়ে গতকাল বিকেলেই মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান যোবায়েরের বড় বোন ডা. ফেরদৌসী।
কিন্ত সেখান থেকে বলা হয়, যোবায়ের নাম কাউকে আটক করা হয়নি।
পরিবারের দাবি অনুযায়ী যোবায়েরকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। কিন্তু ডিবি তা স্বীকার করছে না।
শুক্রবার বিকেলে ডা. ফেরদৌসী সাংবাদিকদের বলেন, সকাল থেকেই এখনও পর্যন্ত ডিবি কার্যালয়ে অপেক্ষা করছি। কিন্তু যোবায়েরের বিষয়ে আমাদের কোনো তথ্য দেয়া হচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে ডিবির এসি শাহাদত হোসেন জানান, শিবির কানেকশন থাকার অভিযোগে তাকে আটকের চেষ্টা চলছে। তবে তাকে আটকের বিষয়টি অস্বীকার করেন তিনি।
শীর্ষনিউজ/এমই