Sheershakagoj24.com
সাগরপথে মালয়েশিয়াগামী ১০ নারীসহ ২২ রোহিঙ্গা আটক
সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯ ০৫:১৪ অপরাহ্ন
Sheershakagoj24.com

Sheershakagoj24.com

শীর্ষকাগজ, কক্সবাজারন : টেকনাফ থেকে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় বিজিবির হাতে আটক হয়েছে নারী ও শিশুসহ ২২ রোহিঙ্গা। রবিবার রাত ৩ টায় টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফেটেন্যান্ট কর্নেল আছাদুজ্জামান চৌধুরী।  
বিজিবি সূত্র জানায়, আটকৃতদের মধ্যে দশজন নারী এবং এগারোজন শিশু ছিলেন। তারা সেখানে ট্রলারের জন্য অপেক্ষা করছিলেন। তবে কে বা কারা এই পাচারকারী চক্রের  সঙ্গে  জড়িত তাদের আটক করা সম্ভব হয়নি।

শীর্ষকাগজ/এসএসআই