Sheershakagoj24.com
খুলনায় ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষে ৫ জনের প্রাণহানি 
রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯ ১১:০২ অপরাহ্ন
Sheershakagoj24.com

Sheershakagoj24.com

শীর্ষকাগজ, খুলনা : খুলনায় ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সড়কের হরিণটানা থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, খুলনার রূপসা সেতু বাইপাস সড়কে একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন প্রাইভেটকারের যাত্রী।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, একটি প্রাইভেটকার রূপসা সেতু এলাকা থেকে আসছিল, মহানগরের জিরো পয়েন্ট এলাকা থেকে যাচ্ছিল একটি ট্রাক। দু’টি গাড়ি যখন হরিণটানা থানা অতিক্রম করছিল, তখন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি ট্রাকের সামনে এসে পড়লে তাকে বাঁচাতে গিয়ে সেটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে জড়ায়। 

এতে প্রাইভেটকারে থাকা তিনজন, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি এবং আরও একজন প্রাণ হারিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ।
শীর্ষকাগজ/এসএসআই