Sheershakagoj24.com
ঘরের সামনে প্রস্রাব করায় ছোট ভাইকে পিটিয়ে হত্যা!
শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯ ০৮:২৮ অপরাহ্ন
Sheershakagoj24.com

Sheershakagoj24.com

শীর্ষকাগজ, ময়মনসিংহ: ঘরের সামনে প্রস্রাব করায় নিজের আপন ছোট ভাইকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামে।
নিহতের নাম রউফ মিয়া (১৮)। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন বাবা তমিজ উদ্দিন (৬০)।
নিহতের সৎমা সুরজান জানান, বৃহস্পতিবার রাতে বড় ভাই ধনুর ঘরের পাশে ছোট ভাই রউফ মিয়া প্রস্রাব করে। এ নিয়ে শুক্রবার সকালে ধনুর সঙ্গে রউফের কথাকাটাকাটি হয়। এ পর্যায়ে কাঠের লাঠি দিয়ে ধনু তার ছোট ভাই রউফকে মারধর করে। এ সময় তমিজ উদ্দিন ছেলেকে রক্ষা করতে এসে লাঠির আঘাতে আহত হন।
দুপুর ১২টার দিকে রউফ অসুস্থ হয়ে পড়লে ধনু লোকজন নিয়ে তাকে ভালুকা উপজেলা কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রউফকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর শুনে ধনু হাসপাতাল থেকে পালিয়ে যায়।
ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, পারিবারিক কলহের কারণে বড় ভাই কাঠের লাঠি দিয়ে আঘাত করলে ছোট ভাই মারা যায়। হাসপাতালে লাশ রেখে বড় ভাই পালিয়ে গেছে।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাঈমা জানান, মাথায় আঘাতজনিত কারণে মস্তিষ্কের রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে।
শীর্ষকাগজ/এনএস