Shershanews24.com
বাসে ইভটিজিং, যুবককে পেটালো কলেজ ছাত্রী
বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮ ০৩:৩০ অপরাহ্ন
Shershanews24.com

Shershanews24.com

শীর্ষনিউজ, ঢাকা: রাজধানীর ফার্মগেট মোড়ে বাসে ইভটিজিংকারীর ওপর হামলে পড়ে এক কিশোরী। শুধু তাই নয়, মারধরও করেছে ইভটিজিংকারীকে। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে ঘটনাটি ঘটে। ভিডিও ধারণকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী  বলেন, ছেলেটা পিছনের সিট থেকে মেয়েটার শরীরে বারবার স্পর্শ করছিল। এক সময় কলেজ ছাত্রী উত্তেজিত হয়ে ছেলের ওপর হামলে পড়ে। জানতে চায়, শরীরে হাত দিছস কেন? আজ তোরে মজা শিখাইয়া দিমু। 
বাসের অন্য এক যাত্রী বলেন, বাসের অন্য সবাই শুরুতে ওই লোকটিকে বাঁচানোর চেষ্টা করেছে। 
আমি একা চিল্লাচ্ছিলাম তাদের সাথে। মেয়েটা এতই সাহসী ও কারো সাহায্যও চায়নি। একাই কাউকে তোয়াক্কা না করে ঠাস ঠাস মারা শুরু করে।  পরে অন্যরাও লোকটিকে মারা শুরু করে। এক সময় বাসের অন্য যাত্রীরা ছেলেটিকে সরি বলতে বলে। এসময় ওই কিশোরী বলছিল এখন সরি বলে কি হবে? ওকে শিক্ষা দিতে হবে। 
শীর্ষনিউজ/এম