
Sheershakagoj24.com
প্রকাশ : ০৯ আগস্ট, ২০১৮ ০৭:২৫ অপরাহ্নশীর্ষনিউজ, ঢাকা : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন কটূক্তিমূলক স্ট্যাটাস দেয়ার অভিযোগে এক ছাত্রকে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম রাফসান আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২৪তম ব্যাচের (আইইআর) প্রথম বর্ষের শিক্ষার্থী।
ঘটনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, আইসিটি আইনে ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
শীর্ষনিউজ/এমই