
Sheershakagoj24.com
প্রকাশ : ১২ ফেব্রুয়ারী, ২০১৯ ০৫:১৬ অপরাহ্নশীর্ষকাগজ, খুলনা : খুলনায় ট্রাকচাপায় সরকারি বিএল কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক কিশোর কুমার পাল (৫৫) নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে খুলনার ফুলতলা উপজেলার দামোদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খুলনা মহানগরের ট্যাঙ্ক রোডে তার বাসা।
স্থানীয়রা জানান, ট্রাকটি যশোরের দিক থেকে খুলনার দিকে যাচ্ছিলো। দামোদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে কিশোর কুমার পাল রাস্তা পার হচ্ছিলেন। এসময় ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম আলমগীর হোসেন বলেন, আজকে কিশোর কুমার পাল কলেজে আসেন নি। বেশ কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় তার এক পা ভেঙে যাওয়ায় হাঁটতে কিছুটা জড়তা ছিলো। তিনি মানসিকভাবেও কিছুটা অসুস্থ ছিলেন। মঙ্গলবার কিশোর রাস্তার পার হওয়ার সময় ট্রাকচাপায় নিহত হন।
শীর্ষকাগজ/প্রতিনিধি/এমই